রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

সড়ক দূর্ঘটনা প্রতিদিন কেড়ে নিচ্ছে শত মানুষের প্রাণ। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে সড়ক দূর্ঘটনায় মৃত্যুতে কান্নার হাহাকার পড়ছে কোন না কোন প্রান্তে। এসব কারণেই বলা হয়ে থাকে সড়কে যেন মড়ক লেগেছে। আর এ থেকে রক্ষা পেতে মাগুরায় ব্যতিক্রমী আয়োজন করেছে সুপ্রভাত বাংলাদেশ, মাগুরাজেলার ট্রাফিক পুলিশ বিভাগ। মাগুরার সর্বপ্রথম ২৪ ঘন্টা সক্রিয় অনলাইন নিউজ মিডিয়া মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম এ কার্যক্রমের সাথে একমত পোষণ করে মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব নিয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকালে শহরের সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের সচেতন করে সুপ্রভাত বাংলাদেশ, মাগুরাট্রাফিক বিভাগ। এ কার্যক্রমে আজ অংশ নেন সুপ্রভাতের সাংগঠনিক সম্পাদক  মাগুরা সরকারি কলেজের প্রভাষক খান শফিউল্লাহ ও জেলায় দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর সালাউদ্দিন আহমেদ। এ সময় স্কুল ছাত্রীরা এ কর্মসূচীর ভূয়সী প্রশংসা করেন। এ সময় বক্তারা সড়ক দূর্ঘটনা প্রতিরোধে ছাত্রীদের করনীয় নিয়ে আলোচনা করেন। একটি সুদৃশ্য লিফলেট তাদের মধ্যে বিতরণ করা হয়। 

সড়ক দূর্ঘটনা থেকে রক্ষা পেতে অতি জরুরী  আহবানগুলি হচ্ছে…..

আপনি যদি পথচারি হন:
–    দূর্ঘটনা এড়াতে রাস্তায় হেটে যাওয়ার সময় নিজ নিজ ডানপাশ (রাস্তার ডানদিক) দিয়ে চলুন। এতে আপনার বিপরীত দিক থেকে আসা গাড়িগুলি আপনি ভালভাবে দেখতে পাবেন। বাম দিক দিয়ে চললে যে কোন সময় পেছন দিকে থেকে আপনাকে কোন দ্রুতগামী গাড়ি আঘাত করতে পারে।
–    রাস্তা পার হওয়ার সময় প্রথমে ডান দিকে তারপর বাম দিকে পুনরায় ডান দিকে দেখে তারপর রাস্তা পার হবেন।
–    রাস্তায় চলাচলের সময় অহেতুক ব্যাস্ততা পরিহার করুন। প্রয়োজনে নিকটস্থ ট্রাফিক পুলিশের সহযোগিতা নিন।
–    মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পার হওয়া থেকে বিরত থাকুন।
–    যাত্রী অবস্থায় চালককে কখনোই অধিক গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করবেন না।

আপনি বাস-ট্রাকের চালক হলে :
–    বেপরোয়া গতিতে গাড়ি চালাবেন না। রাস্তার বাঁকে বা ব্রীজের উপর ওভারটেক করবেন না।
–    বিশ্রাম না নিয়ে ঘুম ঘুম অবস্থায় দীর্ঘক্ষণ গাড়ি চালাবেন না।
–    মনে রাখবেন আপনার অবহেলা বা একটি ভুলের কারণে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।
–    আপনার বেপরোয়া, দ্রুতগতিতে গাড়ী চালানোর ফলে যদি কারও মৃত্যু ঘটে তাহলে সারাজীবন ঐ পরিবার আপনাকেই অভিশাপ দেবে।
–    ট্রাকের মালের উপর যাত্রী বহন করবেন না। ট্রাকে মাত্রাতিরিক্ত মাল বহন করবেন না।
–    রাতের বেলায় গাড়িতে হাই ভীম ও লো ভীম যথাযথভাবে ব্যবহার করুন।
–    হেলপার দিয়ে কখনোই গাড়ি চালাবেন না। পার্কিং এর জন্য নির্ধারিত জায়গা ব্যতীত রাস্তার উপর গাড়ি পার্কিং করবেন না।
–    উচ্চ মাত্রায় হাইড্রোলিক হর্ণ ব্যবহার করবেন না।

আপনি মটর সাইকেল চালক কিংবা সন্তানের অভিভাবক হলে:
–    বেপরোয়া গতিতে জিগজ্যাগ করে মটর সাইকেল চালাবেন না। বাবা-মায়েরা অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ সন্তানদের জন্য মটরসাইকেল কেনার ও চালানোর ক্ষেত্রে সতর্ক থাকুন। মটর সাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন এবং মোবাইলে কথা বলা থেকে বিরত থাকুন।

ইজি বাইক ও রিক্সা চালকদের প্রতি অনুরোধ:
–    যেখানে সেখানে গাড়ি থামিয়ে যানজট করবেন না। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকবেন না। বেপরোয়া গতিতে ইজিবাইক ও রিক্সা চালাবেন না।
–    সংকেত না দিয়ে হঠাৎ করে গাড়ি ঘোরাবেন না। রাতের বেলায় অবশ্যই হেডলাইট বা হারিকেন ব্যবহার করুন।

নিজে দূর্ঘটনা থেকে বাঁচুন এবং অপরকে দূর্ঘটনা থেকে রক্ষা করুন। ট্রাফিক আইন মেনে চলুন, সড়ক দূর্ঘটনা প্রতিরোধে সহযোগিতা করুন।

এ কর্মসূচীতে স্পন্সর দিয়ে সহযোগিতা করছে টিভিএস মটর সাইকেলের মাগুরা ডিলার মেসার্স আলমগীর মটরস মাগুরার অন্যতম বৃহৎ ইলেকট্রিক পণ্য বিক্রেতা বেস্ট ইলেকট্রনিক্স