শাহিনুর আহমেদ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মেধাবী শিক্ষার্থী ও ইয়ং প্রফেশনালদের সোনালী ভবিষ্যৎ তৈরিতে চ্যানেল আই-এর নতুন অনুষ্ঠান ‘ইয়ং লিডার্স প্রোগ্রাম’ শুরু হচ্ছে।

আজ (১৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে লোগো উন্মাচনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়েছে।

গত ৩ বছরে চ্যানেল আই ৩০টি আন্তর্জাতিক স্কলারশীপ দেবার পর বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং ইয়ং প্রফেশনালদের নিয়ে শুরু করতে যাচ্ছে আরো এক মহা আয়োজন ‘ইয়ং লিডার্স প্রোগ্রাম’ ।

এ উপলক্ষে ১৫ অক্টোবর ঢাকার ওয়েষ্টিন হোটেলে এক বণার্ঢ্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ অনুষ্ঠানের লোগো উন্মাচিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি, অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী, অধ্যাপক ড. কামরুল হাসান খান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, শিক্ষা সচিব মো. সোহরাব হোসেন, চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লি. এর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম,  অধ্যাপক এ কে এম নুরুন নবী, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, ইয়ং লিডার্স প্রোগ্রাম-এর প্রকল্প পরিচালক ফারজানা ব্রাউনিয়া প্রমুখ। লোগো উন্মোচন অনুষ্ঠানের শেষে অতিথিদের অংশগ্রহণে গত ৩ বছরের বিজয়ীদের সাথে নিয়ে একটি কেক কাটা হয়।

কেউ যদি হতে চান ইয়ং লিডার, গ্রাজুয়েশন কমপ্লিট করে মাস্টার্স করবেন ইন্টারন্যাশনাল স্কলারশীপ নিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম ও মালয়েশিয়াতে তাদের জন্য চ্যানেল আই-এর নতুন অনুষ্ঠান ইয়ং লিডার্স প্রোগ্রাম (YLP)।

অংশগ্রহণেচ্ছুকদের রেজিস্ট্রেশন করতে ২৫ অক্টোবর এর মধ্যে ভিজিট করতে হবে  www.ylpchi.com  – এ।