বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

মাগুরায় সরকারি স্বীকৃতিপ্রাপ্ত নন এপিওভূক্ত ৭৬টি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারি ও ছাত্রছাত্রীরা আজ রবিবার (১৬ অক্টোবর)  সকালে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে এমপিও ভূক্তির দাবীতে মানববন্ধন করেছে।

মাগুরা জেলা নন এমপিও শিক্ষক কর্মচরি ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম মাগুরাবার্তাকে  জানান- সকাল ১০টা থেকে সারা দেশের সাথে একযোগে নিজ নিজ জেলার সকল নন এমপিও  প্রত্যেকটি স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারিরা ঘন্টাব্যাপী এ মানববন্ধনে মিলিত হন।

এ উপলক্ষে সকালে অন্যান্য স্কুলের মত মাগুরা পৌরসভার নান্দুয়ালী এএন সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক-কর্মচারি ও ছাত্রীবৃন্দ মাগুরা-শ্রীপুর সড়কের পাশে এক মানববন্ধনে মিলিত হন।

ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল হকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রিজিয়া বেগম, ওই বিদ্যালয়ের শিক্ষক ও সংগঠনের কেন্দ্রীয় নেতা বেলোয়ারা খানমসহ অন্যরা।magura-non-mpo-school-human-chain-pic-1

মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমপিও ভূক্তির ঘোষণাকে দ্রত বাস্তবায়নের দাবী জানানো হয়। বক্তারা জানান- সারাদেশে ৮ হাজার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ২০ হাজার শিক্ষক কর্মচারি এমপিওভূক্ত না হতে পেরে মানবেতর জীবন যাপন করছেন।

 

রূপক আইচ, ১৬ অক্টোবর ১৬