স্টাফ রিপোর্টার্স, মাগুরাবার্তা
শাহজালাল ইসলামি ব্যাংক ২য় বিভাগ ক্রিকেট লিগে সেমিফাইনাল ৬৬ রানের বিশাল জয় দিয়ে ফাইনালের শিরোপা উৎসবের একদম দ্বার প্রান্তে খান ওয়ারিয়র্স । ৪ এপ্রিল লিগের ফাইনাল খেলা বীর মুক্তিযাদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওইদিন নাজিম উদ্দিন স্মৃতি সংঘের বিপক্ষে ফাইনালে অংশ নেবে খান ওয়ারিয়র্স।
সেমি ফাইনালে টসে জিতে খান ওয়ারিয়র্স টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে খান ওয়ারিয়র্সঃ ২৪১/৮(৫০ওভার)। সোহানঃ ৮৩ বলে ৫১ রান। রিপন: ৬০ বলে ৪৩ রান। অধিনায়ক পাপাই: ৫২ বলে ৩৯, নয়ন: ৪৪ বলে ২০ রান, শাওন খান: অপরাজিত ৬ বলে ৬ রান, দিপু: ১৭ রান, নাহিদ: ১২ বলে ১৩ রান, তুর্কি: ৭ বলে ১৪ রান করেন। আজিজ স্মৃতির মোঃ ইমরান হোসেন :১০ ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট।(১ মেডেন)। জবাবে আজিজ সৃতি সংসদ ৪৪ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭৪ রানে অল আউট হয়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মেহেদী ৯৫ বলে ৫৭ রান। ওয়ারিয়র্স অধিনায়ক পাপাই:৯ ওভারে ৪২ রান দিয়ে ৪ উইকেট।(১ মেডেন)। ও খান ওয়ারিয়র্স এর আইকন প্লেয়ার সোহান ও ৪ টি উইকেট পায়। খান ওয়ারিয়র্স ৬৭ রানে জয়ী হয়ে ৪ এপ্রিল ফাইনালে খেলবে খান ওয়ারিয়র্স। সবার সহযোগীতা, সমর্থণ আর দোয়া চেয়ে খান ওয়ারিয়র্স এর টিম ম্যানেজার পিযূশ ঘোষ বলেন, সত্যি দারুণ এক লিগ। এবারই ২য় বিভাগ শুরু হয়েছে। মাগুরা ডিএসএর এটি একটি সফল আয়োজন। আমাদের দল ফাইনালে। শিরোপা জেতার লক্ষ্যে ফাইনাল খেলব আমরা। খান ওয়ারিয়র্স এর পরিচালক নাজির আহম্মেদ বলেন, মাগুরা লিগের এক অন্যতম শক্তিশালী দল খান ওয়ারিয়র্স । আমরা ক্রিকেট উন্নয়নে কাজ করে যাচ্ছি। দলে সবাই তরুণ খেলোয়ার। ভবিষ্যৎ পরিকল্পনা যাতে নতুন কিছু প্লেয়ার তৈরী করতে পারি। ওয়ারিয়র্স এর অধিনায়ক পাপাই সমর্থকদের ধন্যবাদ জিনেয়েছেন। তিনি শিরোপা জয়ের ব্যাপার আশাবাদি। এবং আইকন প্লেয়ার সোহান বলেন, মাগুরা লিগে নতুন কিছু করতে চাই আমরা। জয় ছাড়া বিকল্প কিছু ভাববার সুযোগ নেই। সবাই মাঠে আসুন খেলা দেখতে। উল্লেখ্য, খান ওয়ারিয়র্স এর মিডিয়া পার্টনার মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম। মাগুরাবার্তা২৪.কমের পক্ষে থেকে খান ওয়ারিয়র্স কে অভিনন্দন।

মাগুরা/২ এপ্রিল ১৯