বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় জেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে “জেলা জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ”  বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।  মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন মাগুরা শাখা এ  ইমাম সম্মেলন আয়োজন করে । সম্মেলনে জেলা প্রশাসক মো: আলী আকবরের  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর । বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান ও  মাগুরা সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এবিএম মাহফুজুর রহমান । এ সময় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, ইসলামিক ফাউন্ডেশন মাগুরা শাখার সহকারি পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান, উপ-পরিচালক শেখ আকরামুল হক ও মাগুরা জেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলামসহ অন্যরা। ইমাম সম্মেলনে জেলা ২শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, মাদ্রাসা শিক্ষক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন । 20190404_105255
প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর তার বক্তব্যে বলেন- জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে সদ্য স্বাধীন দেশে প্রতিষ্ঠিত হয় ইসলামী ফাউন্ডেশন। এ সময় তিনি ইসলামের কল্যাণে যা কিছু করেছেন তার পরবর্তী সরকারগুলি শুধু আলেম, ওলামা ইমামদের নিজ স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু তাদের প্রকৃত উন্নতির জন্য কিছুই করেনি। বঙ্গবন্ধুকণ্যা জননেত্রী শেখ হাসিনা কওমী মাদ্রাসার স্বাীকৃতিসহ ইসলামের কল্যাণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণ করেছেন যে তিনিই ইসলামের পক্ষে আছেন। জঙ্গীবাদ দমন করে তিনি ইসলামকে কলংক মুক্ত করছেন।

মাগুরা /০৪ এপ্রিল ১৯