Main Menu

সেবা

এ ক্যামন কথা? এ ক্যামন আচরণ।

Secretary

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম। এ ক্যামন কথা? এটা প্রথম আলো অনলাইনের আজ বিকেলের শিরোনাম। (এ ক্যামন কথা! সচিব ম্যাডামকে কালকেও (রোববার) ধরলাম। মামলা হলো। আজ (সোমবার) আবারও তিনি উল্টো পথে এসে ধরা পড়েছেন। পুলিশের সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তা বেশ বিচলিত। পল্লি উন্নয়ন ও সমবায় সচিবের কালো রঙের পাজেরো স্পোর্টস গাড়িটি (ঢাকা মেট্রো-ঘ ১৫-৪৮৮৯) আটকে রেখেছেন সার্জেন্টরা। গাড়ির ভেতরে বসা সমবায় সচিব মাফরুহা সুলতানা। অফিস শেষে আবারও উল্টো পথে বাড়ি ফিরছিলেন তিনি।) উপরের শিরোনাম ও পুলিশের সহকারী কমিশনার পদমর্যাদার কর্মকর্তার বিচলিত আচরণ জাতি হিসেবে অমরা কতটা দায়ীত্বজ্ঞানহীন ও নীতি বিবর্জিত সে কথাই মনে করিয়ে দিচ্ছে। প্রশাসন যন্ত্রের সর্বোচ্চ পদটি হলো সচিব। আমরাRead More