বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কমহবে 

মাগুরার অন্যতম প্রাচীণ বিদ্যাপিঠ নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের ৯১ এর এসএসসি ব্যাচের রজত জয়ন্তী উৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি চলছি। ইতিমধ্যে ওই স্কুলের প্রাক্তন ছাত্রদের অধিকাংশই এলাকায় চলে এসেছে। আজ সন্ধ্যা থেকে আলোকসজ্জায় রঙ্গীন হয়ে উঠেছে পুরো চত্বর ও আশপাশের প্রতিষ্ঠানগুলি। আগামী ১৪ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী নানা আয়োজনে পালিত হবে এ অনুষ্ঠান। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

14348948_1107871139304289_1600723666_n

নাকোল বাজারে সাজ সাজ রব পড়ে গেছে। মুল মঞ্চের কাজ ইতিমধ্যে প্রায় শেষ হতে চলেছে। বিভিন্ন কাজের দায়িত্বপ্রাপ্তরা নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।  14287593_1107872495970820_988610033_n

এ অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয়েছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে গান গাইতে ঢাকা থেকে আসছেন স্বনামধন্য শিল্পী লুইপা, স্মরণ, উদয়, খায়রুল ও নাজমুল।

মাগুরার ঐতিহ্যবাহি এ প্রতিষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে আছে মাগুরার প্রথম ও সর্বাধিক পঠিত অনলাইন পত্রিকা মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

14349073_1107872525970817_980228519_n

রূপক আইচ, ১১ সেপ্টেম্বর ১৬