ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান আসন্ন নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে নৌকা প্রতীক পেয়েছেন।
সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় মাগুরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবু নাসের বেগের হাত থেকে আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক গ্রহণ করেন সাকিব আল হাসান। এসময় তার সাথে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। সাকিবের আসনে তার সাথে চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে। এরমধ্যে জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাইফ পেয়েছেন লাঙ্গল প্রতীক। বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল হোসেন ডাব, তৃনমূল বিএনপির সঞ্জয় কুমার রায় রনি সোনালী আঁশ ও বিএনএফ’র কে এম মোতাসিম বিল্লাহ টেলিভিশন প্রতীক পেয়েছেন।
এছাড়া মাগুরা-২ আসনে নৌকা প্রতীক পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ডক্টর শ্রী বিরেন সিকদার এমপি। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল হোসেন, জাতীয় পার্টির মো. মুরাদ আলী, তৃনমূল বিএনপির মো. অখিদুল ইসলাম ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. আছাদুজ্জামান নিজ নিজ দলের প্রতীক পেয়েছেন।
প্রতীক নিয়েই ভোটারদের আগামী ৭ জানুয়ারী নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান রাজনীতিতে নতুন নাম লেখানো বাংলাদেশ ক্রিকেটের তারকা সাকিব আল হাসানসহ অন্যান্য প্রার্থীরা। শুরু করেন নির্বাচনী প্রচার।