বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
সন্তানকে হাফেজ হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্নকি অধরাই থেকে যাবে অসহায় মা লাইলি বেগমের? হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে চরম অসুস্থ সন্তান মাগুরা সদরের ডেফুলিয়া মাদ্রাসার ছাত্র নাইমের (১৩) মুখের দিকে চেয়ে বারবার কান্নায় ভেঙ্গে পরছেন স্বামী পরিত্যাক্তা হতদরিদ্র চাতাল শ্রমিক মা লাইলি। মাগুরা সদর হাসপাতালে অচেতন হাড্ডিসার সন্তানকে বুকে চেপে উন্নত চিকিৎসার জন্য কোথায় যাবেন, কার কাছে যাবেন ভেবে এখন কুল পাচ্ছেন না তিনি।
বর্তমানে মাগুরা সদর হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছে মো: নাইম নামে এই কিশোর। তার মা লাইলি বেগম জানান- গত রোজার দ্বিতীয় দিনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নাইম। প্রচন্ড জ্বরসহ বেশ কিছু উপসর্গ নিয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিতে শুরু করে। এর কিছুদিন পর হঠাৎ পাগলের মত আচরণ শুরু করে সে। এ সময় তাকে পরিক্ষা করলে চিকিৎসকরা জানান তার নিউমনিয়া জাতীয় রোগ থেকে ব্রেইন স্ট্রোক হয়েছে । এরপর থেকে ক্রমে কিশোর নাইম এর শরীর নিস্তেজ হতে থাকে। স্থানীয়ভাবে অনেক চিকিৎসা করেও কোন ফল আসছে না। কয়েকদিন আগে যশোরের একটি ক্লিনিকে পিজি হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ (সবুজ) কে দেখালে তিনি নাইমকে উন্নত চিকিৎসা দিতে ঢাকা পিজি হাসপাতালে পাঠানোর জন্য পরামর্শ দেন। কিন্তু স্থানীয় একটি চাতালের শ্রমিক হিসেবে ও এলাকার বিভিন্ন মানুষের বাড়িতে কাজ করে সংসার চালানো স্বামী পরিত্যাক্তা লাইলি বেগম এর দ্বারা তাকে ঢাকায় নিয়ে চিকিৎসার মত সামর্থ নেই। এ অবস্থায় তিনি সকলের দোয়া ও সহযোগিতা আশা করেন। লাইলি বেগম বলেন, আমার তিনটি সন্তার কোলে রেখে স্বামী আফরোজ মোল্যা নিখোঁজ হয়েছে প্রায় ৮ বছর আগে। এর পরথেকে অনেক সংগ্রাম করে আমি তিনটি ছেলেকে মানুষ করার চেষ্টা করছি। ১৫বছর বয়সের বড় ছেলেটিও হাফেজি পড়ছে। মেঝ ছেলে নাইমকেও হাফেজ হিসেবে প্রতিষ্ঠিত করা ছিল আমার স্বপ্ন। কিন্তু হঠাৎ অসুস্থতায় আমার সে স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে। এখন সন্তানের জীবন বাঁচানোই আমার জন্য দায় হয়ে গেছে। সমাজের হৃদয়বান মানুষেরা যদি আমার সন্তানটির সুস্থ্যতার জন্য এগিয়ে আসেন তাহলে আমি সবার কাছে চির কৃতজ্ঞ থাকবো। (লাইলি বেগমের মোবাইল নম্বর- ০১৮৩৪৫৫৬২০৮)

মাগুরা/ ০১ জুন ২২