বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার সর্বসাংদা গ্রামে মঙ্গলবার বিকেলে উচ্চ ফলনশীল ও বন্যা সহিষ্ণু ব্রী ধান ৯২ এর চাষ নিয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ভাটানি বিল পানি ব্যবস্থাপনা দল এর সভাপতি নিখিল রঞ্জন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরার উপ পরিচালক ড. হায়াত মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন শালিখা উপজেলা কৃষি অফিসার মো: আলমগীর হোসেনসহ অন্যরা। আলফাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় অতিথিবৃন্দ বলেন, ব্রী ধান ৯২ একরপ্রতি ৯০ থেকে ৯২ মন ধান উৎপাদন হওয়ায় কৃষকরা আর্থিকভাবে অনেক লাভবান হচ্ছেন। এছাড়া এ ধান অপেক্ষাকৃত চিকন ও সুস্বাদু হওয়ায় বাজারে এর মূল্য স্বাভাবিকের চেয়ে বেশী পাওয়া যায়। কৃষক সুনিতী মিত্র জানান- সনাতন পদ্ধতিতে ধান চাষে খরচের তুলনায় উৎপাদন কম হওয়ায় কৃষকরা ধান চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। কিন্তু ব্রী ধান-৯২ চাষ করে ভাল উৎপাদন হওয়ায় এ এলাকার কৃষকরা এখন ধান চাষ করে লাভের মুখ দেখতে পারছেন। ফলে ধানের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। মাঠ দিবসে কৃষকদের মাছ থেকে সফল তিন কৃষককে পুরস্কৃত করা হয়। আয়োজকরা জানান- ব্রী ধান-৯২ এর পূর্ণ বয়স্ক গাছের গড় উচ্চতা ১০৭ সে.মি, গাছের কান্ড শক্ত বিধায় ঢলে পড়ে না, দানা লম্বা ও চিকন, পাতা হালকা সবুজ, ডিগপাতা খাড়া এবং ব্রি ধান ২৯ এর চেয়ে প্রশস্ত, পাকার সময় কান্ড ও পাতা সবুজ থাকে, ১০০০ টি পুষ্ট ধানের ওজন প্রায় ২৩.৪ গ্রাম, এ ধানে অ্যামাইলোজের পরিমাণ ২৬%। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানি সম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে এ অঞ্চলের জলাবদ্ধ এলাকায় বিভিন্ন উন্নত প্রযুক্তির মাধ্যমে ধান চাষ অব্যহত রাখতে এ কর্মসূচী চলে আসছে।

মাগুরা / ১ জুন ২২