বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
অধ্যক্ষের রুঢ় আচরণে মাগুরা সরকারি মহিলা কলেজের মধুমাস অনুষ্ঠান পন্ড হয়ে গেছে। বুধবার (২৪ মে) দুপুরে কলেজে এ অনুষ্ঠান আয়োজন করে কর্তৃপক্ষ।

জানা গেছে- কলেজের ছাত্রী ও শিক্ষকমন্ডলী নিয়ে মধুমাস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফল খাওয়ার অনুষ্ঠান আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠান চলাকালে একজন শিক্ষক অনুষ্ঠান পরিচালনা নিয়ে কিছু নির্দেশনা দিতে গেলে অধ্যক্ষ প্রফেসর মোঃ মহব্বত হোসেন ওই শিক্ষককে সবার সামনে হলরুম থেকে বের করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দও হলরুম ছেড়ে বেরিয়ে যান। এতে পুরো অনুষ্ঠান পন্ড হয়ে যায়। এ ঘটনায় সাধারণ ছাত্রী ও শিক্ষকদের মধ্যে বিরুপ প্রভাব পড়েছে।

তবে রুঢ় আচণের কথা অস্বীকার করে অধ্যক্ষ মহব্বত হোসেন মাগুরাবার্তাকে জানান- কলেজে যোগদানের পর তিনি শিক্ষকদের উপস্থিতি ও ক্লাস নেয়া নিয়ে কড়াকড়ি আরোপ করলে শিক্ষকদের একটি অংশ তার উপর অখুশি আছেন। ফলে তারা বিভিন্ন উছিলায় তার বিরুদ্ধে অপপ্রচারের চেষ্টা করছেন।

 

রূপক/ ২৪ মে ১৭