বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সপ্তাহব্যাপী আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট আজ বৃহস্পতিবার (১৮ মে) শুরু হয়েছে।
সকাল ১০টায় কলেজ মাঠে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহাজ উদ্দীন। এ সময় ক্রীড়া পতাকা ও কলেজের পতাকা উত্তোলন করেন উপাধ্যক্ষ প্রফেসর মো: আমির হোসেন, স্টাফ কাউন্সিলের সম্পাদক আব্দুস সাত্তার, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তাসহ নেতৃবৃন্দসহ ।
কলেজের ১৪টি অনার্স বিষয়সহ ১৬টি দলে বিভক্ত হয়ে সপ্তাহব্যাপী এ খেলা শুরু হয়েছে। ২৬ মে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হবে এ টুর্নামেন্ট। এ উপলক্ষে ক্রীড়ামোদীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রায় ১৬হাজার ছাত্রছাত্রীর জেলার সর্ববৃহৎ এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে।
মাগুরা /১৮ মে ১৭