বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফো.কম
আউটসোর্সিং এর মাধ্যমে আয় বৃদ্ধিতে করণীয় শীর্ষক দিনব্যাপি এক সেমিনার বুধবার (১৭মে ) সকালে মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আইসিটি ডিভিশন ও লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক মীর্জা আলী আশরাফ(উপসচিব) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান। এতে রির্সোসপার্সন গণ আউটসোর্সিং এর মাধ্যমে আত্মকর্মসংস্থান এর সু্যোগ সৃষ্টি করার জন্য প্রশিক্ষনার্থীদের উদ্ধুদ্ধ করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ পরিচালক স্থানীয় সরকার জনাব খোন্দকার আজিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ আজমুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ মাহবুবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ রুস্তম আলি, ইউএনও সদর জনাব মোঃ ইয়ারুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রির্সোসপার্সন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ এবং সাংবাদিকবৃন্দ।

মাগুরা/ ১৭ মে ১৭