বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এ বছর শহরের বাইরের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নিজ নিজ কর্ম এলাকায় শিক্ষা র্যালী করার নির্দেশনা এসেছে। জেলা শহরের বাইরের গ্রাম পর্যায়ে এ ধরনের আয়োজনে আনন্দ মুখর হয়ে উঠে গ্রামগুলির শিশুরা।
সদরের হাজিপুর ইউনিয়নের নড়িহাটি গ্রামে গিয়ে দেখা যায়- শিশুদের পাশাপাশি গ্রামের মায়েরা অংশগ্রহণ করছেন এ র্যালীতে। এ সময় শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো, মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা ইত্যাদি শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গ্রামের পথঘাট। রাস্তার পাশে গ্রামের সাধারণ মানুষ এ র্যালী দেখে আনন্দ উপভোগ করেন। অনেকেই গ্রামের পথে এ ধরনের র্যালী দেখে নিজেদের ভাল লাগা প্রকাশ করেন। এর ফলে গ্রামাঞ্চলে শিক্ষার প্রতি সাধারণ মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরী হবে এমনটি আশা করেন স্থানীয়রা।
গ্রাম ও শহরের শিশুদের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে একইভাবে জেলার প্রতিটি গ্রামীণ বিদ্যালয়ে এ ধরনের শিক্ষা র্যালী করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।
রূপক/মাগুরা/ ৬ মার্চ ১৮