বিশেষ প্রতিনিধি `মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা ‘ এই শ্লোগান নিয়ে মাগুরায় আজ মঙ্গলবার থেকে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে।
এ উপলক্ষে সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে র্যালী বের হয়। র্যালীটি শহর পদক্ষিণ শেষে পিটিআই মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খোন্দকার আজিম আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
একইভাবে জেলার সকল উপজেলা ও গ্রাম পর্যায়ে প্রতিটি স্কুলে পৃথক পৃথক র্্যালী হয়েছে।