রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরার আধ্যাত্মিক বাউল গুরু ও বাউল বিষয়ক গ্রন্থ প্রণেতা ফকির মনোরঞ্জন গোঁসাই এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের দরি মাগুরায় প্রয়াতের বাসভবনে ২দিনব্যাপী সাধুসঙ্গের আয়োজন করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে শুরু হয়ে রাতভর এ সাধুসঙ্গ চলে। মঙ্গলবার দুপুরে সাধু সেবার মধ্য দিয়ে শেষ হচ্ছে এ অনুষ্ঠান।

এ উপলক্ষে সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পী ও বাউল সাধকেরা জড় হন। সন্ধ্যায় তারা প্রয়াত বাউল গুরু ফকির মনোরঞ্জন গোঁসাই এর কৃতকর্মের উপর আলোচনা ও বাউল গান পরিবেশন করেন। magura-lalon-sommellon-1

বক্তারা বলেন- বাউল মতে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকেনা । জীবাত্মার সাথে পরমাত্মার যোগাযোগ বৃদ্ধিতে সাধক মনোরঞ্জন গোঁসাই মানুষের মধ্যে আত্মিক সম্পর্ক উন্নয়নে বাউল মতের শিকড় সন্ধান করে গেছেন সারা জীবন।

রূপক আইচ/মাগুরা/ ৩ জানুয়ারী