স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা শ্রীপুর উপজেলার নাকোলে অবস্থিত প্যাসিফিক ফাউন্ডেশনের উদ্যেগে সেলাই মেশিন বিতরণ করা হয়।
নাকোল ইউনিয়নের বেকারদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্যাসিফিক ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যাসিফিক ফাউন্ডেশনের সভাপতি প্রভাষক মোস্তফা আল বেরুনী, নাকোল সম্মিলনী ডিগ্রী কলেজের প্রভাষক বাহারুল ইসলাম এবং সদস্য সুরাইয়া মুস্তারী।

প্যাসিফিক ফাউন্ডেশনের সভাপতি মোস্তফা আল বেরুনী মাগুরাবার্তাকে  জানান আমরা শুধু মেশিন বিতরণ করছি তা নয় প্রতিমাসে আমরা খোঁজ খবর নিচ্ছি তারা মেশিন সঠিকভাবে কাজ লাগাচ্ছে কি,না। তারা মেশিন ব্যবহার করে স্বাবলম্বী হতে পারছে কি,না।

সুরাইয়া মুস্তারী বলেন – কি করে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় আমাদের পরামর্শ দিলে খুশি হবো। বিতরণকৃত সেলাই মেশিনটির অর্থায়নে ছিলেন ব্যাংক এশিয়া কর্মকর্তা মনিরুজ্জামান।

ইতিপূর্বে এ সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড গ্রহণ করা হয়।

রূপক/রাজু/ ৮ ডিসেম্বর ১৬