বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মাগুরা মুক্ত দিবস উপলক্ষে সামাজিক সংগঠন ‘জাগো মাগুরার’ উদ্যোগে আজ বুধবার (৭ডিসেম্বর) সন্ধ্যায় আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালন করা হয়।

শহরের নোমানি ময়দান শহীদ বেদীতে সন্ধ্যা ৫টা৪৫ মিনিট থেকে ৫টা৫২মিনিট পর্যন্ত ৭ডিসেম্বর স্মরণে ৭মিনিট  আলোক প্রজ্জ্বলন কর্মসূচীতে শহরের শত শত মানুষ অংশ নেন।মাগুরার জেলা প্রশাসক মুহ মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেব কর্মসূচীতে অংশগ্রহণ করেন।jago-magura-alok-michil-pic-7

জাগো মাগুরার আহবায়ক আমিনুল ইসলাম নিলুর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পংকজ কুন্ডু, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাসান সিরাজ সুজা, সংগঠনের সদস্য সচিব বারিক আনজাম বার্কি, সদস্য কাজী মিনহাজ, এটিএম আনিসুর রহমান, রূপক আইচসহ অন্যরা।jago-magura-alok-michil-pic-4

একই সময় একইভাবে শহরের বিভিন্ন পয়েন্টে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিজ নিজ অবস্থানে আলোক প্রজ্জ্বলন করে এ কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করেন। এর মধ্যে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের বিশাল আলোক র‌্যালী সবার নজর কাড়ে। উপাধ্যক্ষ প্রফেসর আমির হোসেনের নেতৃত্বে এ আলোক প্রজ্জ্বলন কর্মসূচীতে কয়েক’শ ছাত্রছাত্রী ও শিক্ষক মন্ডলী অংশগ্রহণ করেন।jago-magura-alok-michil-pic-5

এ উপলক্ষে নোমানি ময়দান শহীদ বেদীতে সংগীতানুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন  মো: আমিরুজ্জ্মান, রূপক আইচ ও মিলন মুন্সি।

 

রূপক আইচ/মাগুরা/৭ডিসেম্বর১৬