শাহিনুর আহমেদ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
মানিকগঞ্জের সিঙ্গাইর এ উৎসের সন্ধানে স্বপ্ন এসিআই এই নামে ব্যতিক্রমী ক্যাম্পেইনে বকচরের প্রত্যন্ত অঞ্চলের কৃষকের মাঝে উপস্থিত হন ফোক সম্রজ্ঞী মমতাজ বেগম এমপি এবং জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।

এ সময় তারা মাঠে কৃষিকাজে নিয়োজিত কৃষক কৃষাণীর ফল ও শস্য মাঠ থেকে সংগ্রহের প্রক্রিয়া সরেজমিন ঘুরে দেখেন।dsc_0062

এই সময় চেইন শপ স্বপ্ন এর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসিআই লজিস্টিকস স্বপ্ন’র বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর চৌধুরী, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু, মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলীম, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পরে তারা স্থানীয় একটি স্কুলের মাঠে কৃষকদের মাঝে বীজ বিতরণ কর্মসূচীতে অংশ নেন। অনুষ্ঠানে মমতাজ বেগম এমপি বলেন, ‘আমাদের দেশের বলিষ্ঠ ভবিষ্যত প্রজন্ম গড়তে বিশুদ্ধ খাদ্যশস্যের প্রয়োজন। স্বপ্ন প্রত্যন্ত অঞ্চলের কৃষকের কাছ থেকে পণ্য সরাসরি সংগ্রহ করছে এবং ভোক্তাদের কাছে পৌছে দিচ্ছে- তা সত্যিই প্রশংসনীয়।