ওয়েব ডেস্ক, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

এবারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণীর জন্য (মুক্তিযোদ্ধা কোটায়) সহকারি শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষায় মাগুরায় ৪৮ জন পাশ করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয়েছে।

আগামী ১ডিসেম্বরের মধ্যে নেয়া হবে মৌখিক পরীক্ষা । উত্তীর্ণ প্রার্থীকে এ পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরবর্তী সময়ে জানানো হবে। গত ২৯ অক্টোবর সারাদেশে ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা ছাড়া) একযোগে লিখিত পরীক্ষা নেয়া হয়। এ পরীক্ষায় ৩৫ হাজার ৪৬৩ জন চাকরিপ্রার্থী অংশ নিয়েছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (www.dpe.gov.bd) উত্তীর্ণ প্রার্থীদের জেলাওয়ারী রোল নম্বর পাওয়া যাবে।

গত ২৪ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিকের জন্য মুক্তিযোদ্ধা কোটায় ৩ হাজার ৪৪০টি শূন্য পদে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।