স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
ধর্মীয় অনুভূতি নিয়ে নিয়ে ফেসবুকে কটুক্তির ঘটনায় মাগুরা শহরজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।  গত ৯ জুন শুক্রবার অপূর্ব কুমার রায় অপু নামে এক অনলাইন অ্যাক্টিভিস্ট ও গনজাগরন মঞ্চ কর্মী ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিকর স্ট্যাটাস ও মহানবী স: কে নিয়ে আপত্তিকর পোষ্ট ফেসবুকে করেন বলে দাবী এলাকার মুসল্লিদের । এই ঘটনাকে কেন্দ্র করে মাগুরা জেলার শ্রীপুর থানার নিবাসী অপুর্ব অপুর গ্রামে ও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।   শুক্রবার জুম্মার নামাজের পর স্থানীয় মুসলমানরা “ইসলাম বাঁচাও” আন্দোলনের ব্যানারে অপূর্ব অপুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে। মাইকে ঘোষণা দিয়ে অপুর্ব অপুর শাস্তি দাবী করা হয়। যেখানে অংশ নেয় কয়েক হাজার মুসল্লি।এরপর ১২ই জুন মাগুরা সদর থানায় ধর্ম “অবমানণা ও সাম্প্রদায়িক বিদ্বেষ” সৃষ্টিতে ইন্ধনের অভিযোগে ১৫৩-ক ধারায় অপুর্ব অপু সহ অজ্ঞাতনামা দুই জনের বিরুদ্ধে মামলা করেন পৌর জামে মসজিদের ইমাম মাওলানা আবু ইসহাক। মামলার অভিযুক্ত অপুর্ব অপুর গ্রামের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা তাকে পাওয়া যায়নি। তার পরিবারের অভিযোগ, তাদের উপর সাম্প্রদায়িক হামলার হুমকি ও সামাজিকভাবে চাপ দেয়া হচ্ছে। মাগুরার পুলিশ সুপার এহসান সোহেল জানিয়েছেন,পরিস্থিতি নিয়ন্ত্রনে, অভিযুক্ত ব্লগার অপূর্ব অপুকে গ্রেফতার করতে মাঠে নেমেছে পুলিশ। অপুর পরিবারকে নিরাপত্তা দিতেও উত্তেজনা প্রশমনে এলাকায় পাহারার ব্যবস্থা করেছে মাগুরা পুলিশ । অপূর্ব অপু একজন গনজাগরন মঞ্চের কর্মি, অনলাইন অ্যাক্টিভিস্ট ও মুক্তমনা ব্লগার। তিনি আমার ব্লগডটকমে নিয়মিত লেখালেখি করেন।