বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

দুর্বৃত্তদের ছোঁড়া এসিডে মারাত্মকভাবে ঝলসে যাওয়া মাগুরার দেড়ুয়া গ্রামের জোহরা খাতুন(৪৫)এর পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দিচ্ছে আসামীরা। ইতিমধ্যে তারা প্রভাব খাটিয়ে মামলার প্রধান আসামীসহ ৩জনের নাম চাজর্শীট থেকে বাদ দিয়েছে বলে আদালতে অভিযোগ করেছেন মামলার বাদি। এ অবস্থায় প্রাণভয়ে ও ন্যায় বিচারের আশায় এখন দ্বারে দ্বারে ঘুরছে ভূক্তভোগী দরিদ্র পরিবারটি।

জোহরা খাতুন মাগুরাবার্তাকে   জানান- গত ৩১ মে রাতে বসত ভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যে জোহরাকে এসিড দিয়ে মারাত্মকভাবে পুড়িয়ে গুরুতর আহত করে প্রতিবেশী জোয়াদ, কিবরিয়া, মোস্তাক, পিন্টু, লিয়াকত ও বিবি খাতুন। এসিডে মুখ, হাত, বুক, গলায়, উরুসহ সমস্ত শরীরে মারাত্মক দগ্ধ অবস্থায় তাকে ওই রাতেই মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রায় ২ মাস চিকিৎসাধীন থেকে তিনি বাড়ি ফেরেন।এ ঘটনায় তার মেয়ে মুক্তি খাতুন বাদী হয়ে ৬জুন প্রতিবেশী ওই ৬ জনের নামে মামলা করেন। ইতিমধ্যে আসামীরা বিভিন্নভাবে প্রভাবিত করে মামলার চার্জশীট থেকে ১নং আসামী জোয়াদ, ৩নং আসামী মোস্তাক ও ৫ নং আসামী লিয়াকতের নাম বাদ দিয়েছে। যা নিয়ে তিনি  আদালতে লিখিত নারাজি দায়ের করেছেন। এ অবস্থায় ওই আসামীরা চাজর্শীট থেকে নাম কেটে এসেই মামলা তুলে নেয়ার জন্য জোহরার পরিবারের উপর নানাভাবে হুমকি ধমকি ও অত্যাচার শুরু করেছে। তারা জোহরাকে দেখাশোনা করার জন্য তার বাড়িতে থাকা মেয়ে মুক্তি খাতুনের স্বামী অটো চালক মোস্তফার নামে মিথ্যা নারী নির্যাতন মামলা দেয়ার হুমকিসহ রাতের আঁধারে বড় ধরণের ক্ষতি করার হুমকি দিচ্ছে। এ অবস্থায় জোহরা ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এ বিষয়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

magura-acid-victim-johura-pic-2জোহরা খাতুন কাঁদতে কাঁদতে জানান- এসিড মেরে আমার জীবনটাতে ওরা শেষই করে দিয়েছে। এখন আবার আমার মেয়ে জামাইয়ের জীবন শেষ করে দেয়ার হুমকি দিচ্ছে। রাতের আঁধারে তারা বাড়ির আশপাশে ধারালো অস্ত্রপাতি নিয়ে ঘোরাঘুরি করে। বিভিন্ন লোক মারফত হুমকি ধমকি দিয়ে মামলা তুলে নেয়ার হুমকি দেয়। তিনি ওই আসামীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানান।

 

জোহরার মেয়ের জামাই মোস্তফা মাগুরাবার্তাকে    জানান- শ্বাশুড়িকে মামলা লড়তে ও পরিবারের কাজে সহযোগিতার জন্য একমাত্র আমিই আছি। আমাকে হুমকি ধমকি কিংবা মামলায় জড়িয়ে সরিয়ে দিতে পারলে এ মামলায় আসামীরা সহজেই বেরিয়ে আসতে পারবে। এ জন্য আমার ও আমার পরিবারকে এলাকা ছাড়ার জন্য আসামীরা নানাভাবে চেষ্টা করছে। তারা যে কোন সময়ে আমাদের খুনও করতে পারে। আমরা নিরাপত্তা চাই।

magura-acid-victim-johura-pic-4
মাগুরার জেলা প্রশাসক মুহ মাহবুবর রহমানের দপ্তরে গিয়ে নিজের নিরাপত্তাহীনতার কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন জোহরা খাতুন। -মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম

এ ব্যাপারে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম মাগুরাবার্তাকে   জানান- এসিড নিক্ষেপের বিষয়গুলি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয় । বাদি পক্ষের নারাজির বিষয়টি আদালতের এক্তিয়ারাধিন রয়েছে। আদালতের অনুমতি পেলে ইন্সপেক্টর পর্যায়ের একজন অফিসার দিয়ে বিষয়টি তদন্ত করা হবে। এ ব্যাপারে বাদিপক্ষকে যে কোন সহযোগিতা করতে আমরা প্রস্তুত আছি।

রূপক আইচ, ২২ সেপ্টেম্বর ১৬