দেলোয়ার হোসেন, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
দেশ ও জাতীর শান্তিসমৃদ্ধি কমনা, বিশ্বের সকল মানুষের হেদায়েত ও মুসলিম উম্মার শান্তি কামনায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে মাগুরায় শনিবার শেষ হলো তাবলীগ জামায়াত আয়োজিত তিন দিনের জেলা ইস্তেমা। দুপুর ১২ টায় আখেরী মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামায়াতের মুরব্বি মাওলানা রবিউল হক।
তাবলিগ জামায়াতের সেচ্ছাসেক জায়েদ হাসান জানান, মাগুরা সরকারি বালক বিদ্যালয় ও আর্দশ কলেজ মাঠে হাজার-হাজার মুসল্লীর উপস্থিতিতে গত ৫ জানুয়ারী ইস্তেমা শুরু হয়। এতে বয়ানে শরিক হন জেলার ৪ উপজেলা ও ৩৬ টি ইউনিয়নের হাজার-হাজার মুসল্লীগন। আইন শৃংখলা রক্ষাকারি বাহিনীসহ সকলের সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে  শনিবার ৩ দিন দিনের ইস্তেমা সম্পন্ন হয়েছে। magura-istema-pic1
সহকারি পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, সকলের সহযোগিতায় ইস্তেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে । ইস্তেমার আগত মুসল্লীদের নিরাপত্তার জন্য সর্বক্ষনিক পুলিশ মোতায়েন করা হয়। সিসি ক্যামেরার মাধ্যমে গোটা ইস্তেমা স্থলের নিরাপত্তার ব্যবস্থা তদারতি করা হয়।

মাগুরা/ ৭ জানুয়ারী ১৭