রূপক আইচ, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
অবশেষে মাগুরার কৃতি সন্তান বিশ্বখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসানের একমাত্র কন্যা আলায়না হাসান অাব্রি’র প্রথম ছবি প্রকাশিত হল।
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সাকিব আল হাসানের কন্যার এতোদিন দেখা মেলেনি মিডিয়ায়। অবশেষে মেয়ের বয়স ছয় মাস পূর্ণ হওয়ার পর নিজের ফেসবুকে পেজে অব্রির ছবি প্রকাশ করেছেন সাকিব নিজেই।
রবিবার (৮মে) সন্ধ্যায় সাকিব তার নিজের ফেসবুক পেজে লিখেন, ‘নভেম্বর ৮, ২০১৫- আজ থেকে ঠিক ৬ মাস আগে আমাদের রাজকন্যা এই পৃথিবীতে আসে। ঠিক যে মুহূর্তে তার জন্ম হয়, ঠিক সেই মুহূর্তে আমার বাবা হিসেবে জন্ম হয় এবং আমার স্ত্রীর জন্ম হয় একজন মা হিসেবে। আমাদের পুরো পৃথিবীটাই যেন বদলে যায়। আমরা আজকের দিনের চেয়ে শুভ কোনও দিন ভাবতে পারি না, যখন আমাদের মেয়ে আলায়না হাসান অাব্রি, যে কিনা আমাদের পৃথিবী- আমাদের সবকিছু, তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে পেরে। আমরা সকলের কাছে তার জন্য দোয়াপ্রার্থী, সে যাতে একজন উঁচু মাপের মানুষ হতে পারে।’
উল্লেখ্য, গত নভেম্বরে বিপিএল শুরুর আগে প্রথমবারের মত বাবা হন সাকিব আল হাসান।
তথ্যসূত্র: ইন্টারনেট