জয়ন্ত জোয়ারদার, মাগুরাবার্তাটোয়েন্টিফোর.কম
ঈদুল আজাহা যতই এগিয়ে আসছে মাগুরায় কামার বাড়িগুলোতে ব্যস্ততা ততই বেড়ে চলেছে। প্রতি মুহুর্তে টুং টাং শব্দে মুখরিত থাকছে কামার বাড়িগুলো। বছরের অন্যান্য সময় ব্যস্ততা একটু কম থাকলেও প্রতি বছর কুরবানি উপলক্ষে কামাদের কর্ম ব্যস্ততা বেড়ে যায়। আয়ও হয় এ সময়টাতে ভাল।

মাগুরা শহরের নতুন বাজারের স্বপন কর্মকার, দড়ি মাগুরার কটা কামারসহ এ পেশায় নিয়োজিত একাধিক ব্যক্তি জানান। কুরবানিতে পশু জবাই, চামড়া ছাড়ানো ও মাংস তৈরীর জন্য কামারশালায় তৈরী করা অস্ত্রই প্রধান ভরসা। তাই এ সময়টা তাদেরকে ব্যস্ত থাকতে হয় রাতদিন। সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত কাজ করতে হয় ক্রেতাদের চাহিদা মেটাতে। এ বছর তাদের কাজের চাপ অন্যান্য বছরের চেয়ে অনেক বেশি। তাদের তৈরী অস্ত্র গুলির মধ্যে রয়েছে চাপাতি, দা, বড় ছুরি, ছোট ছুরি, চিকন চাকুসহ বিভিন্ন ধরনের অস্ত্র। এ সকল অস্ত্র তৈরি করতে তিনি ২শ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন।

এ বছর বেচাকেনা ভাল হওয়ায় তাদের আয়ও বেশী হচ্ছে বলে জানান কর্মকার সম্প্রদায়ের এসকল শ্রমিকরা।

রূপক আইচ, ৮ সেপ্টেম্বর ১৬