বিশেষ প্রতিনিধি

‘ভালবাসা ’ মানুষের জীবনের এক চিরন্তন চাওয়া। সব বয়সের মানুষই ভালবাসার জন্য কাঙ্গাল হয়। ভালবাসায় সিক্ত হতে চায় সবাই। পিতা মাতার ভালবাসায় সিক্ত হয়ে বড় হয়ে ওঠে মানব সন্তান। প্রিয়জনের ভালবাসার আলিঙ্গনে লাজুক হয়ে উঠে প্রিয়ার অধর। প্রিয়ার কাজল চোখের পানে চেয়ে কেটে যায় সময়।

Shahin Pic
ছবি: শাহীনুর আহমেদ, ফটো সাংবাদিক, চ্যানেল আই, ঢাকা                                                                     মডেল: উর্মী ইসলাম

আজ ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবস। পাশ্চাত্যের কোন এক মিথের উপর ভিত্তি করে বঙ্গদেশেও আজকাল ভালবাসা দিবস পালনের রেওয়াজ বেশ প্রচলিত হয়েছে। এ নিয়ে অনেক বিতর্ক থাকলেও একটি বিষয় কিন্তু অস্বীকার করার উপায় নেই। নাগরিক জীবনের চাপে এ উপলক্ষে হলেও পরিবারের সদস্যদের একে অন্যকে অন্তত একটিবার বলে ওঠা যায়। ‘আমি তোমাকে ভালবাসি’। হোকনা সে প্রাচ্য কিংবা পাশ্চাত্যের সংস্কৃতি। ভালবাসা সে তো কোন গন্ডি মানে না। মানেনা কোন নিয়ম কানুন শৃংখল। আজকের দিনে ভালবাসায় সিক্ত হোক প্রতিটি হৃদয়। জয় হোক ভালবাসার।