বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
র্ধর্মীয় ও আর্থ সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সোবাইতদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণের বিষয়ে এক অবহিতকরণ সভা আজ সোমবার বিকেলে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামরুজ্জামান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরার সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, জেলা কৃষি অফিসার ড. হায়াৎ মাহমুদ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র কনসালটেন্ট সুমন চন্দ্র পাল, জুনিয়র কনসালটেন্ট মিথুন কুমার বিশ্বাস, সাংবাদিক রূপক আইচ, কলেজ শিক্ষক উত্তম কুমার গাইনসহ অন্যরা। সভায় জানানো হয়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় সারাদেশে ১৮ টি আঞ্চলিক অফিসের মাধ্যমে ৩টি ধাপে পুরোহিত-সেবাইতসহ প্রায় ৪০ হাজার জনকে এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।

রূপক / মাগুরা /২০ ডিসেম্বর ২১