বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর ঢাকার ঐতিহ্যবাহি ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে মাগুরা থেকে শতাধিক প্রতিনিধি ও পর্যবেক্ষক অংশগ্রহণের সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে সংগঠনের মাগুরা জেলা কমিটির পক্ষে একাধিক সভার মধ্য দিয়ে সংগঠনের জেলা সভাপতি বাসুদেব কুন্ডু ও সাধারণ সম্পাদক উজ্জ্বল দত্ত বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কমিটিকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। এ বছর সম্মেলনে প্রধান অতিথি থাকবেন সড়ক ও রেলপথ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মিলন কান্তি দত্তের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি, খাদ্যমন্ত্রী শ্রী সাধন চন্দ্র মজুমদার, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম কুমার দেরাইস্বামী, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শ্রী স্বপন ভট্টাচার্য। বক্তব্য রাখবেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শ্রী জে এল ভৌমিক ও সদস্য সচিব ড. চন্দ্রনাথ পোদ্দার। অনুষ্ঠান সঞ্চালনা করবেন মাগুরার মহম্মদপুরের কৃতি সন্তান ও বাংলাদেশ পূজা উদযাপন কমিটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী।
মাগুরা জেলা কমিটির নেতৃবৃন্দ জানান- বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের ধর্মীয় পূজা পর্বন নির্বিঘ্নে সম্পন্ন করতে ও যে কোন সম্প্রদায়িক সন্ত্রাস এর বিরুদ্ধে ৮দফা দাবীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সম্মেলনের ডাক দিয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির সম্মেলনে যাওয়ার জন্য ৮১ সদস্যের সংগঠনের মাগুরা জেলা কমিটির পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে কেন্দ্র থেকে পাঠানো পোষ্টার সাটানো হয়েছে। কেন্দ্রীয় সম্মেলনের সাফল্য কামনায় ব্যানার টানানো হয়েছে। ঢাকায় যাওয়ার জন্য একাধিক বাসসহ অন্যান্য যানবাহন প্রস্তুত রয়েছে। কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মাগুরার সনাতন সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে।

রূপক/ মাগুরা/ ২১ ডিসেম্বর ২১