বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় আই সি টি ডিভিশন এর হাইটেক পার্ক এর তত্ত্বাবধানে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের আওতায় ৬ মাস ব্যাপি ডিজিটাল মার্কেটিং এন্ড SEO বিষয়ে সরকারি অর্থায়নে বিনামূল্যে প্রশিক্ষণ পাবে ১শ যুবক-যুবতী। এক বিজ্ঞপ্তিতে জানা গেছে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রনালয়ের অধীনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালনায় সরাসরি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, ইংলিশ কমিউনিকেশন ও ডিজিটাল মার্কেটিং এন্ড SEO বিষয়ে সপ্তাহে তিনদিন প্রতিদিন ৩ ঘন্টাকরে ২১৬ ঘন্টার ( ৬মাস ব্যাপী) প্রশিক্ষণ পরিচালিত হবে।
এ জন্য নুন্যতম এইচএসসি পাশ ইচ্ছুক প্রার্থীদেরকে আগামী ০৭/১১/ ২১ তারিখের মধ্যে http://forms.gle/t1kLUh5jKgE1DvGv9 লিংকে অথবা সরকারি মহিলা কলেজ ল্যাবে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। বিস্তারিত তথ্যের জন্য ০১৯২৭৮৭৬৪২৮ নম্বরে ফোন করতে পারবেন। প্রার্থীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরিক্ষার ভিত্তিতে ১শ জনকে বাছাই করা হবে।

মাগুরা/ ২ নভেম্বর ২১