স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তা
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন মাগুরার মহম্মদপুরের কৃতি সন্তান শওকতুজ্জামান সৈকত। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত পত্রে এ দায়িত্ব বন্টন করা হয়। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার তৃণমূল থেকে নিজের মেধা ও সাংগঠনিক দক্ষতা এবং রাজপথে রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর রেখে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতিতে একজন পরিশ্রমী ও মেধাবী ছাত্রনেতা সৈকত। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ছাত্রনেতা সৈকত নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার কথা জানিয়েছেন। তিনি জানান, “চট্রগ্রাম মহানগর বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা। এই শাখাকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করতে যে দায়িত্ব আমাকে কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদক দিয়েছেন, সব্বোর্চ্চ নিষ্ঠা ও একাগ্রতার সাথে তা পালনের চেষ্টা করবো। চট্রগ্রাম মহানগরে সর্বস্তরের সাধারণ ছাত্র-ছাত্রীদের অধিকার আদায় ও ছাত্রবান্ধব সাংগঠনিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে, চট্রগ্রাম মহানগর শাখাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রাচীন ও প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার জন্য কাজ করে যাবো। চট্রগ্রাম মহানগর শাখা ছাত্রলীগকে, বাংলাদেশ ছাত্রলীগের একটি অন্যতম শক্তিশালী ও আদর্শ শাখা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে চট্রগ্রাম মহানগর শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে, বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরো বেগবান ও গতিশীল করতে কাজ করে যাবো।

তাছিন/ মাগুরা/ ১ নভেম্বর ২১