বিশেষ প্রাতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় সদর উপজেলার জগদল ইউনিয়নে সম্প্রতি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ৪ খুনের ঘটনাকে উল্লেখ করে মাগুরা ব্রাহ্মনবাড়িয়ার চেয়েও ভয়াবহ হয়ে গেছে বলেছেন মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম । এ ধরনের ঘটনাকে কঠোর হাতে দমন করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না । নির্বাচন নিয়ে আজ মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের পরিবেশ নিয়ে প্রার্থীদের সাথে আচরণ বিধি নিয়ে সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।
সদরের ১৩ ইউনিয়নের প্রার্থীদের নিয়ে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে উপজেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে ইউনিয়ন পরিষদ নির্বাচনী আচরণবিধি,আইন-শৃঙ্খলা ও নির্বাচনের সার্বিক বিষয় সংক্রান্ত এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় জেলা নির্বাচন অফিসার ওলিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড.আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন ) কামরুল হাসান, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসিন কবীর, উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট সুভ্র চৌধুরি ও মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্য মঞ্জুরুল আলম সহ অন্যরা। সভায় প্রার্থীদের মধ্যে অনেকে তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসক যে কোন মূল্যে নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ করার ঘোষণা দিয়ে বিশৃংখলা সৃষ্টিকারীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন- নির্বাচনে প্রার্থী হওয়ান না হওয়ার মত সামান্য ঘটনায় যারা ৪টি খুন করে ফেলল তাদের ক্ষতি হয়েছে। আরও ক্ষতি হবে। কেউ তাদের বাঁচাতে পারবে না।

রূপক / মাগুরা /২ নভেম্বর ২১