Main Menu

ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষায় ফিরিয়ে আনার আহবান জানালেন বাউবি উপাচার্য হুমায়ুন আখতার

open-university-bangladesh

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মহাসোপানে ফিরিয়ে আনার আহবান জানিয়েছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার। সম্প্রতি তিনি ঝড়ে পড়া শিক্ষার্থীদের উন্মুক্ত ও দূর শিক্ষণের মাধ্যমে শিক্ষা জগতে ফিরিয়ে আনতে আহবান জানান। সম্প্রতি দেশজুড়ে বিস্তৃত ১২টি আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালকদের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়নে শিক্ষার কোন বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গঠনের রূপরেখা দিয়েছেন। সভায় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে এতদিনে সোনারবাংলা বাস্তবায়িত হয়ে যেত। এখন আমাদের সকলকে এ দায়িত্ব পালন করতে হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিবারকে জাতির পিতার এ স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার নিতে হবে। এ লক্ষে দক্ষ জনশক্তি সৃজনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সারাদেশে শিক্ষা সুবিধা বিস্তরণ করে চলছে। তিনি বাউবির নিজ বেজ এডুকেশন, গণশিক্ষা কর্মসূচী, কর্মমুখি শিক্ষা ও জীবনব্যাপী শিক্ষা চালু করার কথা উল্লেখ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. মহাঃ শফিকুল আলমসহ অন্যরা।

রূপক / মাগুরা/ ৪ আগস্ট ২০২১






Comments are Closed