প্রতিনিধি, মাগুরা
মাগুরা থেকে ৪বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য প্রয়াত এ্যাড. আছাদুজ্জামানের স্ত্রী ও মাগুরা-১ আসনের বর্তমান সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখরের মা, জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী, মুক্তিযুদ্ধের অন্যতম নারী সংগঠক মনোয়ারা জামানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ (২৮ জুন)। দিনটি পালন উপলক্ষে মরহুমার পরিবারের পক্ষ থেকে কোরআন খতমসহ সোমবার বাদ আছর জেলা শহরের প্রত্যেক মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা আওয়ামীলীগ মরহুমার কবর জিয়ারতসহ নানা কর্মসুচি হাতে নিয়েছে। আওয়ামীলীগের দুর্দিনে মাগুরার রাজনীতিতে বেগম মনোয়ারা জামান নেপথ্যে থেকে দলকে সংগঠিত ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডভোকেট আছাদুজ্জামান মাগুরা-২ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। মনোয়ারা জামান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এছাড়া দীর্ঘদিন জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি পিছিয়ে পড়া নারীদের আত্মমর্যাদা প্রতিষ্ঠা ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমৃত্যু কাজ করে গেছেন। উল্লেখ্য, ২০২০ সালের ২৮ জুন বেগম মনোয়ারা জামান (৭৫) বছর বয়সে মাগুরা পশু হাসপাতালপাড়াস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

রূপক আইচ/মাগুরা /২৮ জুন ২০২১