বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
সম্প্রতি হেফাজতের ডাকা হরতালের দিনে দেশের বিভিন্ন এলাকায় প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর উগ্র মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা প্রেসক্লাব । আজ মঙ্গলবার দুপুর ১২টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশে অংশ নেয় জেলার চার উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ২শ’ শতাধিক সাংবাদিক। সংক্ষিপ্ত সমাবেশে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, সাংবাদিক হোসেন সিরাজ, আবু বাসার আখন্দ, রূপক আইচ, অলোক বোস, মোখলেছুর রহমান, শফিকুল ইসলাম শফিক, কাজী আশিক রহমান, শালিখা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সর্দার ফারুক আহমেদ, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি বিপ্লব রেজা বিকো ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ । সমাবেশে বক্তারা সম্প্রতি হেফাজতের ডাকা হরতালে দেশের বিভিন্ন এলাকায় প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর উগ্র মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। তাছাড়া এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানান তারা । এ সময় মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত হন জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা জাসদের নেতা মিয়া ওয়াহিদ কামাল বাবলু, কন্ঠবীথির সভাপতি খান মাজহারুল হক লিপু, উদীচীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তীসহ অন্যরা।Magura Human chain of Journalist 1
বক্তারা বলেন মহান মুক্তিযুদ্ধের সময়ও ধর্মের দোহাই দিয়ে মুক্তিকামী মানুষকে হত্যা নির্যাতন করা হয়েছে। কিন্তু মিথ্যা সবসময়ই সত্যের কাছে পরাজিত হয়। যেমন ধর্মের লেবাসধারী পাকিস্থানিরা পরাজিত হয়েছে। স্বাধীন বাংলাদেশে যতই ধর্মের দোহাই দিয়ে মানুষের উপর অত্যাচার নির্যাতন করা হোক না কেন। অপশক্তি কখনও বিজয়ী হতে পারবে না।

রূপক /মাগুরা / ৩০ মার্চ ২০২১