বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশন এর পক্ষ থেকে শিক্ষা বিষয়ক কবিতা সংকলন প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় শহরের ভিটাসাইর এলাকায় সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান শিক্ষক শামসুন্নাহার লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সাহিত্যিক পরেশ কান্তি সাহা, কবি নওয়াব আলী, কবি ও শিক্ষক বাসনা রায় এবং সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী রূপক আইচ। সভা পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান গবেষক বিশ্বাস মোহাম্মদ ওয়াহিদুজ্জামান।
সভা থেকে আগামী ২ মাসের মধ্যে সংস্থার পক্ষ থেকে ১শ কবিতার একটি কবিতাগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। গ্রন্থটিতে শিক্ষা বিষয়কে প্রাধান্য দেয়ার সিদ্ধান্ত নিয়ে শিক্ষার সুফল, প্রাইভেট কোচিং, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি, শিক্ষকদের প্রমোশন না হওয়া, শিক্ষকদের বদলী সমস্যা, শিশুদের শিক্ষার সমস্যা ও তার সমাধান, শিক্ষ প্রতিষ্ঠানে অনিয়ম, কোন কোন ক্ষেত্রে কমিটির দৌরাত্ম, অভিভাবকের অসচেতনতা, অনলাইন ক্লাস, সংসদ টিভির ক্লাস, ঘুষ দূর্ণিতী প্রভৃতি বিষয় নিয়ে কবিতা আহবান করা হয়েছে। বিস্তারিত জানতে 01718686257 (মো: ওয়াহিদুজ্জামান) এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

মাগুরা/ ২৭ মার্চ ২০২১