বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা সদর উপজেলা পরিষদের ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ভোট পূণঃগননার আদেশ দিয়েছেন মাগুরা নির্বাচনী ট্রাইবুনাল। আজ মঙ্গলবার বিকেলে ট্রাইবুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ নির্দেশ দেন। ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত মাগুরা সদর উপজেলা পরিষদের ওই নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ওই বছর ১৮এপ্রিল তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আক্তারুন নাহার, প্রতিদ্বন্দী প্রার্থী আবু নাসির বাবলু, সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান ও তৎকালীন সদর উপজেলা নির্বাচন অফিসার ওলিউল ইসলামকে বিবাদী করে মামলা দায়ের করেন মাগুরা জেলা জাতীয় পার্টির আহবায়ক ও ওই নির্বাচনের চেয়ারম্যান পদে জাতীয় পার্টির প্রার্থী এ্যাড. হাসান সিরাজ সুজা। আদালত মামলার প্রেক্ষিতে ১১১ টি কেন্দ্রের ব্যালট পেপার নিয়ন্ত্রনে নেয়। দীর্ঘ শুনানী ও পদক্ষেপ শেষে মঙ্গলবার (১৬ মার্চ) ভোট পূণগননার রায় দেন। আগামী ৭ এপ্রিল ২০২১ তারিখে ভোট পূনঃগননার দিন নির্ধারন করেন। উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলুকে নির্বাচন কমিশন উক্ত নির্বাচনে বিজয়ী ঘোষনা করেন।

মাগুরা/ ১৬ মার্চ ২০২১