বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এর আওতায় এলজিইডি ও বিশ্বব্যাংকের বাস্তবায়নকৃত পশ্চিমাঞ্চলিয় অর্থনৈতিক করিডোর ও আঞ্চলিক বর্ধন কর্মসূচী ‘উইকেয়ার’ প্রকল্পের বিষয়ে অবহিতকরণ কর্মশালা আজ মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। এলজিইডির মাগুরা নির্বাহী প্রকৌশলী শরীফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উইকেয়ার প্রকল্পের প্রকল্প পরিচালক মমিন মজিবুল হক সমাজী। এ সময় এলজিইডি মাগুরার সিনিয়র সহকারি প্রকৌশলী তাসমিন আক্তার, সদর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ-আল-কবির, শ্রীপুর উপজেলা প্রকৌশলী রাশেদুল ইসলাম, এলজিইডির সহকারি প্রকৌশলী (ভারপ্রাপ্ত ) এবিএম বদরুল আহসানসহ প্রকল্প সংশ্লিষ্ঠ প্রকৌশলী ও এলজিইডি মাগুরার জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রকল্প পরিচালক জনাব সমাজী জানান, প্রাথমিকভাবে প্রথম ফেজে প্রায় ২হাজার ২শ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পটি দক্ষিনাঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে প্রকল্পটিতে অত্র অঞ্চলের ৫টি ফেজে কমপক্ষে ২২হাজার কোটি টাকার নানাবিধ কর্মসূচীর পরিকল্পনা রয়েছে। তিনি জানান- পদ্মাসেতু নির্মাণের পর দক্ষিণ পশ্চিমাঞ্চলে আধুনিক কৃষি ও শিল্পের প্রসারে সড়ক ও যোগাযোগ ব্যবস্থায় যে ব্যাপক উন্নয়ন ধারণা সৃষ্টি হয়েছে। এ প্রকল্প সে উন্নয়ন ব্যবস্থাকে টেকসই ও জনবান্ধব হিসেবে তৈরীতে কাজ করবে। প্রকল্পটিতে প্রাথমিকভাবে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলায় ৩২টি মার্কেট নির্মাণ করা হবে। যার মধ্যে মাগুরা জেলার সদরের আলমখালী, আলোকদিয়া, কাটাখালী, শ্রীপুর উপজেলার লাঙ্গলবাধ ও খামারপাড়া, শালিখার সিংড়া ও মহম্মপুরের বিনোদপুরে ১ টি করে আধুনিক মার্কেট তৈরী হবে। এ সকল মার্কেট সংশ্লিষ্ঠ সংযোগ রাস্তাগুলিকে সর্বোচ্চ ৩২ফুট চওড়া ও বাঁক প্রশস্তকরণের মাধ্যমে কৃষকের কৃষিপণ্য সরবরাহ সহজ ও নিশ্চিত করার ব্যবস্থা করা হবে। যার ফলে এ এলাকার কৃষিতে যুগান্তকারী পরিবর্তন আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন জনাব সমাজী। এ কর্মসূচীতে তৃণমূল পর্যায়ের ৫২৪জন দুঃস্থ ও অবসায় নারীর কর্মসংস্থান সৃষ্টি হবে। একই সঙ্গে তারা আত্মনির্ভরশীল হয়ে উঠবেন বলে জানান তিনি।

রূপক/মাগুরা /১৬ মার্চ ২০২১