মাগুরায় শেখ রাসেল এমপিএল টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের জমজমাট ফাইনাল
স্কাইহার্টকে হারিয়ে চ্যাম্পিয়ন ভায়না ক্রিকেট একাডেমী

বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে শেখ রাসেল এমপিএল টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের জমজমাট ফাইনাল খেলায় ভায়না ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার দিনব্যাপী মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ টুণামেন্টে স্কাইহার্ট ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে জয় ছিনিয়ে নেয় ভায়না ক্রিকেট একাডেমি। দুপুরে টসে জিতে ভায়না ক্রিকেট একাডেমী ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। ভায়না ক্রিকেট একাডেমীর পক্ষে আসলাম ৪৭ বল খেলে সব্বোর্চ ৬০ রান সংগ্রহ করে । জবাবে স্কাইহার্ট ক্রিকেট দল সব ক’টি উইকেট হারিয়ে ১৯ ওভার ২ বলে ১২৭ রান সংগ্রহ করে । স্কাইহার্ট ক্রিকেট দলের পক্ষে অভিজিৎ বৈদ্য ৩৫ বলে ৩৬ রান সংগ্রহ করে । খেলা শেষ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: আক্তার হোসেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন ও ক্রীকেট উপ-কমিটির আহবায়ক রানা আমির ওসমান উপস্থিত ছিলেন ।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ভায়না ক্রিকেট একাডেমীর ইমরুল কায়েস (জাতীয় দলের খেলোয়ার)। এছাড়া একই দলের খেলোয়াড় আসলাম ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় । তাছাড়া টুর্ণামেন্টে ৮ টি উইকেট নিয়ে সেরা বলার হাবিবুল্লাহ, বেষ্ট ব্যাটসম্যান আসলাম ও আরাফত সানী (জাতীয় দলের খেলোয়ার) পুরস্কার লাভ করে ।জেলা ক্রীড়া সংস্থা মাগুরার সার্বিক সহযোগিতায় এ টুর্ণামেন্টে ৪টি দল অংশ নিয়ে ছিল । যেখানে স্থানীয় খেলোয়ারের পাশাপাশি জাতীয় দলের একাধিক খেলয়ার অংশ নেয়।
রূপক / মাগুরা /৮ মার্চ ২০২১
Comments are Closed