শ্রীপুর প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরার শ্রীপুর থানা পুলিশের আয়োজনে ৭ই মার্চ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তি উপলক্ষে আনন্দ উদযাপন করা হয়েছে। আজ রবিবার বিকালে শ্রীপুর থানা চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কেককাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রীপুর থানা অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃইকরাম আলী বিশ্বাস। এসময় শ্রীপুর থানায় কর্মরত সকল পুলিশ অফিসার ও পুলিশের সদস্য,সাংবাদিকবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ বিনির্মাণের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

মাগুরা/ ৭ মার্চ ২০২১