বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে আজ রবিবার (২১ ফেব্রুয়ারী) আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রাতে একুশের প্রথম প্রহরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে সর্বপ্রথম পুস্পস্তবক অর্পণ করেন হাইকোর্ট আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেন হায়দার ও হাইকোর্টের বিচারপতি খায়রুল আলম। পরবর্তীতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এমপি, মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সহযোগি সংগঠন সমূহসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। পরে সর্বস্তরের জনসাধারণের জন্য শহীদ মিনার খুলে দেয়া হয়। সেখানে তারা অনেকে ব্যক্তিগতভাবে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল সাতটায় জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি প্রভাতফেরী শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয় । সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষা শহীদদের উদ্দেশ্যে সংগীত ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা।

রূপক/মাগুরা /২১ ফেব্রুয়ারী ২০২১