বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
নানা আয়োজনে মাগুরায় আজ ৭ ডিসেম্বর সোমবার মাগুরা মুক্ত দিবস পালিত হচ্ছে। মাগুরা জেলা প্রশাসন এ কর্মসূচির আয়োজন করে। এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় শহরের নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অপর্ন করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল ,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মন্সী রেজাউল হক ,মুক্তিযোদ্ধা বীর উত্তম জালাল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান প্রমুখ। এছাড়া জেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, আদর্শ কলেজ, মাগুরা পৌরসভা সহ বিভিন্ন প্রতিষ্টানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্প অপর্ন শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে নোমানী ময়দানে মাগুরা মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের এই দিনে মাগুরাকে পাকিস্থানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করে মাগুরার দামাল মুক্তিযোদ্ধারা। দিনটি শ্রদ্ধার সাথে স্মরণ করতে প্রতি বছর নানা কর্মসূচী পালন করে জেলার মুক্তিযোদ্ধা, প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বিকাল ৩ টায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা,সাপখেলা ও অষ্টক গান পরিবেশন করেন শিল্পীরা । সন্ধ্যায় শহরের প্রধান প্রধান সড়ক ও বাড়ির ছাদে ব্লাক আউট ও মোমবাতি প্রজ্বলন এর কর্মসূচী নেয়া হয়েছে।

রূপক /মাগুরা /৭ ডিসেম্বর ২০২০