বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরা শহরের ভায়না মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের নক্সা চুড়ান্ত করা হয়েছে। আজ সোমবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামীলীগ-বিএনপিসহ সর্বদলীয় নেতাকর্মীরা এক মঞ্চে উপস্থিত হয়ে ঐক্যমতের ভিত্তিতে ৪টি নক্সার মধ্যে একটি নক্সা চুড়ান্ত করেন।
সভায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর জানান, এ নকশায় ৭ টি স্তম্ভের মাধ্যমে ৭জন বীর শ্রেষ্ঠ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবসের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। প্রকৌশলী শরিফউদ্দিন আহমেদ এ নকশার রূপকার হিসেবে কাজ করেছেন। প্রাথমিকভাবে জেলা পরিষদের মাধ্যমে এ স্মৃতিস্তম্ভ তৈরীতে ৬০ লাখ টাকা খরচ হবে বলে জানান সংশ্লিষ্ঠরা। IMG-20201121-WA0001
মতবিনিময় সভায় সাইফুজ্জামান শিখর এমপিসহ বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ্, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা বিএনপি’র আহবায়ক আলী আহমেদ, যুগ্ম-আহবায়ক আক্তার হোসেন, যুগ্ম-আহবায়ক আহসান হাবিব কিশোর, মুন্সি রেজাউল হক, সাবেক জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ কামরুজ্জামান চাঁদ, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট রতন কুমার মিত্র, জেলা জাসদের সভাপতি সমির চক্রবর্তী, জেলা জাতীয় পার্টি (মঞ্জু) সভাপতি ফতে আলী টিপ, জেলা যুবলীগ আহবায়ক ফজলুর রহমান, আই টি বিশেষজ্ঞ সোহেল রানাসহ বিভিন্ন শ্রেণী পেশার নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা জেলার বৃহত্তর স্বার্থে সব দলের নেতাকর্মীদের ঐক্যমতের পৌঁছানোর বিষয়টিকে ইতিবাচক হিসাবে উল্লেখ করেন। পাশপাশি বিষয়টির সমন্বয় করার জন্য সাইফুজ্জামান শিখর এমপি কে ধন্যবাদ জানান ।

রূপক /মাগুরা /২৩ নভেম্বর ২০২০