বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
বিতর্ক চর্চার মাধ্যমে নিজেকে একজন যোগ্য ও পরিশীলিত মানুষ হিসেবে গড়ে তুলতে নতুন প্রজন্মকে আহবান জানালেন দেশের অন্যতম জনপ্রিয় সংবাদ পাঠিকা ও সমাজ সেবিকা শারমিন নাহার লিনা।  মাগুরার এ প্রিয়মুখ আজ শুক্রবার (২০) বিকেলে মাগুরার একমাত্র বিতর্ক ভিত্তিক সংগঠন মাগুরা আদর্শ বিতর্ক সংগঠন ( এমআইডিএস) এর ৮৫ তম গ্রুমিং সেশন শেষে স্থানীয় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মহোদয়ের সম্মেলন কক্ষে  উদ্দীপনামূলক সভা থেকে এসব কথা বলেন । আমেরিকা ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা ‘প্রোটেক্ট আস কিডস ’ এর বাংলাদেশ কান্ট্রিডিরেক্টর ও বেসরকারি টেলিভিশন এনটিভির সংবাদ  উপস্থাপিকা শারমিন লিনা শিশু মনের বিকাশে বিভিন্ন উদ্দীপনামূলক বক্তব্য রাখেন। এ সময় তিনি মাগুরার শিশু ও নারীদের উন্নয়নের জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। নাহিদুর রহমান দূর্জয়ের সভাপতিত্বে এ গ্রুমিং সেশনে আরও উপস্থিত ছিলেন মাগুরাবার্তার সম্পাদক রূপক আইচ, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক জাহিদুল আলমসহ অন্যরা।

 

মাগুরা/ ২০ নভেম্বর ২০২০