বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় যৌতুকের কারণে স্বামী ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের নির্যাতনে আসমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে তার স্বজনরা। বুধবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে নিহত গৃহবধূ আসমার বাবার বাড়ি মাগুরার সদর উপজেলার নালিয়ারডাঙ্গী এলাকার শতাধিক নারী পুরুষ অংশ নেয়। গত রবিবার আবদুল হালিম শেখের মেয়ে আসমা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিত্সাধিন অবস্থায় মারা যান। শ্বশুরবাড়ির সদস্যদের নির্মম নির্যাতনের কারণে বিয়ের দেড় বছরের মাথায় আসমার মৃত্যু হয়েছে বলে অভিযোগ এনে স্বজনরা অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

            মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নিহত গৃহবধূর মামা নাজমুল হোসেন, বাবা আবদুল হালিম শেখ সহ অন্যান্যরা। দেড় বছর আগে আসমার বিয়ে হয় মাগুরার সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের নূর আলির ছেলে মহব্বত আলির সঙ্গে। ইতোমধ্যে পুলিশ মেয়েটির স্বামী-শ্বশুরকে গ্রেফতার করেছে।

 

রূপক /মাগুরা /১৮ নভেম্বর ২০২০