বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ৮ ও ৯ নং সেক্টরের পলিটিক্যাল কনভেনর , বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদের বৃহত্তর যশোর জেলা শাখার কনভেনর, বহু শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মানের অগ্রদূত ও মাগুরা জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ সৈয়দ আতর আলী (এম পি এ ) এর ৪৯তম শাহাদাৎ বার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে মাগুরা সৈয়দ আতর আলী গণগ্রন্থাগারের পক্ষ থেকে মরহুমের স্মরণে মাগুরা কেন্দ্রীয় জামে মসজিদ ও সরকারি কলেজ জামে মসজিদে মঙ্গলবার বাদ আছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ১৯৪৯ সালে মরহুম সৈয়দ আতর আলীর নেতৃত্বে তৎকালীন মাগুরা মহকুমা আওয়ামী মুসলীমলীগের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় । তিনি অক্লান্ত পরিশ্রম করে তৎকালীন মাগুরা মহাকুমা আওয়ামীলীগের প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে মাগুরায় ধমীয় ও শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামো নির্মানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । সৈয়দ আতর আলী ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে ৮ ও ৯ নম্বর সেক্টরের পলিটিক্যাল কনভেনর হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় প্রচন্ড খাটুনির কারণে অসুস্থ হয়ে পড়েন। ১৯৭১ সালের ১৩ অক্টোবর  ভারতের  পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার কল্যাণী হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর তার শেষ ইচ্ছানুযায়ী তাকে তৎকালীন মুক্তাঞ্চল যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামে সমাহিত করা হয়।

রূপক /মাগুরা / ১২ অক্টোবর ২০২০