বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় মহান মুক্তিযুদ্ধকে স্মরণ করে ৭১’শ গাছ  লাগানোর কর্মসূচী গ্রহণ করেছে জেলা ছাত্রলীগ। আজ বুধবার সকালে জেলা কমিটি, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের মাঝে এ গাছ বিতরণ করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান এর সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তসহ জেলা কমিটির নেতৃবৃন্দ। এ সময় নেতৃবৃন্দ সকলকে স্বাস্থবিধি মেনে গাছ রোপনের মাধ্যমে জেলার উন্নয়নে অংশিদার হওয়ার আহবান জানান।

মাগুরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  আলী হোসেন মুক্ত জানান- বর্তমান  করোনা পরিস্থিতিতে আমরা এক নতুন মুক্তিযুদ্ধের সম্মুখিন হয়েছি। এ যুদ্ধে আমাদের প্রতিপক্ষ অদৃশ্য। তাই দেশ বাঁচাতে, মানুষ বাঁচাতে আমাদের জননেত্রী শেখ হাসিনার নির্দেশে নিজ নিজ অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে গাছ লাগানোর মত দেশ গড়ার কাজে অংশ নিতে হবে।

মাগুরা জেলা ছাত্রলীগ এর সভাপতি মীর মেহেদী হাসান রুবেল জানান- আমাদের সকল স্তরের নেতাকর্মীদের আমরা উৎসাহিত করছি মাস্ক পরিধান করে পরিপূর্ণ স্বাস্থ্য বিধি মেনে নিয়মিত দেশের ও দশের কাজে অংশগ্রহণ করতে।

রূপক / মাগুরা /৮ জুলাই ২০২০