বিশেষ  প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় করোনার ছুটিতে মানসম্মত প্রাথমিক শিক্ষা চলমান রাখতে জুম মিটিং এর মাধ্যমে ডিজিটাল প্রাইমারি এডুকেশন এর ইউটিউব চ্যানেল উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয় থেকে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে তিনি এ কনটেন্ট উদ্বোধন করেন।

মাগুরার জেলা প্রশাসক আশরাফুল আলম এর সভাপতিত্বে জুম মিটিং এ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি মো: ফসিউল্লাহ, খুলনা বিভাগের উপ পরিচালক মেহেরুননেছা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, সাংবাদিক রূপক আইচ, শিক্ষা বিভাগের সংশ্লিষ্ঠ টিও, এটিও ও শিক্ষকবৃন্দ ।

ইউটিউব চ্যানেল উদ্বোধন শেষে সচীব আকরাম আল হাসান করোনার দূর্যোগের মধ্যেও প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে সংশ্লিষ্ঠ সকলকে ব্যক্তিগত সুরক্ষা বজায় রেখে কাজ করে  যেতে নির্দেশ দেন ।  তিনি শিক্ষা্র্থীদের জন্য মানসম্মত কনটেন্ট তৈরী ও শিক্ষার্থীদের তা প্রাপ্তি সহজলভ্য করতে  আহবান জানান।

Youtube Link:
https://www.youtube.com/channel/UCtNypGtdS-XI1HBunkgqsZQ

রূপক /মাগুরা / ২৫জুন ২০২০