বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
মাগুরায় করোনা পরিস্থিতিতে শহরের গরীর, দু:স্থ,অসহায়, কর্মহীন  ও নিন্ম আয়ের খেটে খাওয়া ২ শতাধিক মানুষের মাঝে ১ টাকার বিনিময়ে  ঈদ বাজার দিয়েছে করোনা যোদ্ধা ফেসবুক গ্রুপ নামে  একটি অনলাইন ভিত্তিক সংগঠন ।
আজ শনিবার  সকাল ১১ টায় শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী  কলেজ প্রাঙ্গনে  সামাজিক দূরত্ব বজায়  রেখে  এ ঈদ বাজার সামগ্রী  বিতরণ  করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ।
এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি  বলেন, করোনার এই দু:সময়ে মাগুরা কিছু উদ্যমী তরুণ যুবকদের নিয়ে গঠিত  করোনা  যোদ্ধা নামের সংগঠনের কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই । কারণ তারা করোনা পরিস্থিতির শুরু থেকে  নানা মুখি কার্যক্রম পরিচালনা করে আসছে । মাগুরার অসহায় ও নিন্ম আয়ের মানুষের পাশে দাঁড়িয়ে   তারা দিনরাত পরিশ্রম করছে । তাদের এ কার্যক্রমে আমার সর্বাত্বক সহযোগিতা অব্যাহত থাকবে।
সংগঠনের সমন্বয়ক মীর মেহেদী হাসান রুবেল,আশিফ হাসান শাকিল,হ্যাপী খান ও  রাজিব শিকদার  জানান, করোনার  শুরুতে প্রথম পর্বে আমরা  সাধারণ মানুষের মধ্যে হ্যান্ড সানিটাইজার  ,খাদ্য সামগ্রী,সাবান বিতরণ ও রাস্তায় জীবানুাশক স্প্রে করেছি । তারপর রমজান শুরু হলে মাসব্যাপী শহরের বিভিন্ন  স্থানে ১ টাকায় ইফতার সামগ্রীর কার্যক্রম চলে । যা অল্প সময়ে ব্যাপক সাফলতা অর্জন করে ।  এবার ঈদকে  সামনে রেখে আমরা আজ শনিবার শহরের নিন্ম আয়ের শতাধিক মানুষের মধ্যে  ১ টাকায় ঈদ বাজার দেওয়া হলো । বিতরণকৃত ঈদ বাজার সামগ্রীর  মধ্যে রয়েছে  ১ কেজি  পোলয়ার চাউল, ৫শ’ গ্রাম চিনি, ৫শ’ গ্রাম ডাল, ৫শ’ গ্রাম গুড়ো দুধ , তেল ৫শ’ গ্রাম, সেমাই ১ প্যাকেট ও সাবান ১ টা ।

মাগুরা/ ২৩ মে ২০২০