স্টাফ রিপোর্টার, মাগুরাবার্তা
করোনায় ক্ষতিগ্রস্থ স্বল্প আয়ের মানুষের ঘরে যখন দুবেলা খাবার যোগাড় করাই যখন বড় চ্যালঞ্জে । সেই মুহুর্তে ঈদে পোষাক অনেকটা বিলাসিতার মতই মনে হয় এসব পরিবারের জন্য। কিন্তু শিশু মনতো মানেনা । ঈদে কোন আনন্দ হবেনা। নতুন জামা হবেনা এমনটি ভাবা তো তাদের জন্য খুবই কষ্টের। এ অবস্থা বিবেচনা করে মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবির শনিবার রাতের আধারে  আমলসার ও টুপিপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে  ২শতাধিক গরীব শিশুর হাতে নতুন জামা উপহার দিয়ে সবাইকে মুগ্ধ করলেন।
করোনাভাইরাসের প্রদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের খাদ্য সংকট দূর করতে সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে চলছে খাবার বিতরণী কার্যক্রম । কাজ করতে না পারায় ওই সব পরিবারে বাড়তি টাকা ব্যয় করে শিশুদের নতুন জামা কিনে দেবারমত  সমর্থ নেই। বিষয়টি বুঝতে পেরে তাদের পাশে দাঁড়িয়েছেন মানবিক এ  ইউএনও।

শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসার ইয়াছিন কবির জানান- সব শিশুর মুখে হাসি ফুটাতে না পারলেও  সামর্থের মধ্যে যতটুকুই পারেছেন ততটুকু সহায়তা শিশুদের প্রদান করেছি।

 

 

তাছিন /রূপক/  মাগুরা/ ২৪মে ২০২০