বিশেষ প্রতিনিধি, মাগুরাবার্তা
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ১৭৬ টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে রাউতড়া স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন রাশা। খাদ্য সংকট সহ অর্থনৈতিক সমস্যায় থাকা মানুষদের ঈদ যেন নির্বিঘ্নে কাটতে পারে এজন্য  জেলার সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাউতড়া এইচ.এন. স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গড়ে তোলা অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন “রাউতড়া এইচ.এন. স্কুল এন্ড কলেজ এক্স-স্টুডেন্টস এসোসিয়েশন (রাশা) র সৌজন্যে হাজরাপুর ইউনিয়ন ও হাজীপুর ইউনিয়নের সর্বমোট অসহায় পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।Rasa

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাগুরা মহোদয়ের প্রতিনিধি  জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম,   বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট চিত্রশিল্পী  আজিজুর রহমান আজিজ,  ৫নং হাজরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মোঃ কবির হোসেন বিশ্বাস এছাড়াও রাশা’র স্থানীয় সংগঠক ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

 

দূর্জয়/ রূপক/মাগুরা/ ১৯ মে ২০২০